অডিটর ও জুনিয়র অডিটর স্টাডি প্ল্যান, সিলেবাস ও বুক লিস্ট

অডিটর ও জুনিয়র অডিটর স্টাডি প্ল্যান, সিলেবাস ও বুক লিস্টঃ- অডিটর ও জুনিয়র অডিটর সাধারণ ৭০ মার্কের প্রিলি (MCQ) হয়ে থাকে। অডিটরে ৩০ মার্কের ভাইভা হয়। জুনিয়র অডিটর এ কম্পিউটার বিষয়ক রিটেন ও ভাইভা হয়ে থাকে। 💠সিলেবাসঃ- অডিটর ও জুনিয়র অডিটর এর সিলেবাস প্রায় একই তবে জুনিয়র অডিটরের ক্ষেত্রে কম্পিউটার বিষয়ের বেসিক ও এডভান্স ধারণা থাকলে ভালো হয়। বিগত সালের প্রশ্নের দিকে আলোকপাত করলে সিলেবাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। ১। বাংলাঃ-১৫ নম্বর (ভাষা ও সাহিত্য) ২। ইংরেজিঃ- ২০ নম্বর (বেসিক গ্রামার অংশ) ৩। সাধারণ জ্ঞানঃ- ১৫ (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক ও সাম্প্রতিক) ৪। গণিতঃ- ২০ নম্বর (পাটিগণিত) 🔷যা যা পড়তে হবেঃ- 💫বাংলা সাহিত্যের জন্য বোর্ড বইয়ের (ক্লাস ৭ম থেকে ১১তম) কবি পরিচিতি, পাঠ পরিচিতি ও উৎস অংশ ভালোভাবে পড়তে হবে। সাথে পাঠে দেওয়া
শব্দার্থগুলো পড়তে হবে। ব্যাকরণ অংশের জন্য বাগধারা, এক কথায় প্রকাশ, সঠিক বানান, কারক ও বিভক্তি, পদ প্রকরণ, সমাস এই অংশটুকু ভালোভাবে পড়তে হবে। ব্যাকরণ অংশের জন্য ক্লাস ৮ ও নাইনের বোর্ড বই সাথে উচ্চারণ বাংলা ব্যাকরণ ও রচনা বইটা দেখতে পারেন অথবা ভাষা সৌরভ বইটিও দেখতে পারেন। 💫ইংরেজি অংশের জন্য বইয়ের বেসিক গ্রামার ভালোভাবে চর্চা করতে হবে। বিশেষকরেঃ- Parts of Speech থেকে Verb, Preposition, Conjunction পড়তে হবে। Raisul Islam Hridoy Vocabulary, Synonym, Antonym, common errors, idioms and phrases, Fillings Gaps, modals, Tense এই অংশগুলো ভালোভাবে পড়তে হবে। সাথে Wren & Martin এর High School English Grammar বইয়ের Analysis অংশ থেকে Exercise অংশ গুলো দেখতে পারেন। বেশিরভাগ চাকরির পরিক্ষার এই
অংশটুকো থেকে হুবহু প্রশ্ন করা হয়। আর এই বইয়ের pdf ও key অংশ অনলাইনে পাওয়া যায়। খোঁজে না পেলে আমাকে নক দিতে পারেন। এছাড়া উক্ত গ্রামার টপিকগুলো যেকোনো গ্রামার বই থেকে পড়লেও হবে। 💫অডিটরের গণিতগুলো একটু কঠিন ধাচের হলেও নিয়মিত চর্চা করলে সহজেই উত্তর করা সম্ভব। বিশেষকরেঃ- ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, গড়, সময় ও বয়স ভিত্তিক, গতি, সময় ও স্রোতের অধ্যায় থেকেই প্রশ্ন আসে। [বীজ গণিত ও জ্যামিতিক প্রশ্ন তেমন আসেনা] ভালো প্রস্তুতির জন্য ক্লাস ফাইভ, এইট ও নাইনের বোর্ড বইয়ের উক্ত টপিকের উদাহরণ অধ্যায় গুলো চর্চা করতে হবে। 💫সাধারণ জ্ঞানের জন্যঃ- বিশ্বের বিভিন্ন দেশের শহর, বন্দর,নদী,মুদ্রা, পার্লামেন্ট, রাজধানী, ভাষা, অঞ্চল, সংস্থা। সভ্যতা, প্রণালী, পর্বতমালা, ঐতিহ্য, নোবেল ও অন্যান্য পুরষ্কার ইত্যাদি। বাংলাদেশ বিষয়াবলির জন্য অর্থনীতি, বাজেট, মুক্তিযুদ্ধ, শেখ
মুজিবুর রহমানের জীবনী, সংবিধান, প্রধানমন্ত্রীর সন্মাননা, মেট্রোরেল প্রকল্প ইত্যাদি। সাম্প্রতিক অংশের জন্য কারেন্ট ওয়ার্ল্ড / পত্রিকা থেকে বাছাই করা প্রশ্নগুলো সংগ্রহ করে পড়তে হবে। সাথে আজকের বিশ্ব / নতুন বিশ্ব বই থেকে উক্ত টপিকগুলো ভালোভাবে পড়তে হবে। 💫কম্পিউটার বিষয়ের জন্য ইজি কম্পিউটার বইটি পড়লেই হবে। 🔵আরো ভালো প্রস্তুতির জন্য জয়কলি অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ সহায়িকা বইটি পড়তে পারেন। ✍এই স্টাডি প্ল্যান থেকে যাদি আরো ভালো প্ল্যান আপনার জানা থাকে তাহলে শেয়ার করার অনুরোধ করছি। পরবর্তী প্ল্যানে আরো বিস্তারিত আলোচনা করা হবে। courtesy: Raisul Islam Hridoy