আজ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পদের নামঃ জুনিয়র অডিটরের
প্রশ্নের সমাধান নিচেঃ
বাংলা অংশ সমাধানঃ
১. একটি ফটোগ্রাফ কবিতার লেখক কে-শামসুর রাহমান
২. যা জল দেয় এক কথায় প্রকাশ কি-জলদ
৩. প্রতিধ্বনি শব্দটি প্রতি উপসর্গ কি অর্থে ব্যবহার রয়েছে-সদৃশ
৪. আশায় বসতি- কাব্যগ্রন্থের রচিয়তা কে-আহসান হাবীব
৫. ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-ষষ্+থ
৬. ণত্ব বিধি অনুসারে ণ হয়েছে নিচের কোন শব্দে-কৃপণ
৭. পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি-নলিনী
৮. আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি- নিষিদ্ধ
৯. নিচের কোনটি গণনাবাচক শব্দ- কুড়ি
১০. অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার-তিন ভাগে
১১. শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান। এটি কোন ধরনের বাক্য- সরল বাক্য
১২. আমূল শব্দের ব্যাসবাক্য কোনটি- মূল পর্যন্ত
১৩. নিচের কোন বানানটি শুদ্ধ- মরীচিকা
১৪. গেরাম কোন জাতীয় শব্দ- অর্ধতৎসম
১৫. পুরুষ বিয়ে করেছে এর এক কথায় প্রকাশ- কৃতদার
১৬. শব্দতত্ত্বের অপর নাম কি- রুপতত্ত্ব
১৭. নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না- ঢাকি
১৮. মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-মনঃ+রম
১৯. শিশুটি মা মা বলে কাঁদছে – এখানে মামা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে-আগ্রহ
২০. অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি – ফাঁকি
পরীক্ষার প্রশ্ন নিচেঃ