আলোচনায় আসতে এটা করিনি: ইশরাত পায়েল

সোশ্যালে ঢুঁ মারলেই এখন চোখে পড়ে মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২-এর মঞ্চে অভিনেতা মীর সাব্বিরের বরিশালের আঞ্চলিক ভাষার সংলাপ ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। বিষয়টি নিয়ে এখন আলোচনা-সমালোচনা চলছে। আর এরই মাঝে অভিনেতার মন্তব্যটি নিয়ে অভিযোগ তোলেন উপস্থাপিকা ইসরাত পায়েল।



মীর সাব্বির শুধুই বিনোদনের উদ্দেশে সংলাপটি বললেও এখন যেন তা বিপরীত। তার এই বক্তব্য কেউ স্বাভাবিকভাবে নিচ্ছেন, আবার কেউ নেতিবাচক হিসেবে নিচ্ছেন। যে কারণে নানা মন্তব্য হচ্ছে সোশ্যালে। এ বিষয়ে উপস্থাপিকা এক ভিডিও বার্তায় অভিনেতাকে এমন গুরুত্বপূর্ণ মঞ্চে এরকম মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার অনুরোধ জানান।



এদিকে সাব্বিরের বিরুদ্ধে ইশরাতের পায়েলের আনীত অভিযোগের ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। তারা পায়েলের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। তারা মনে করছেন, সাব্বির দেশের একজন জনপ্রিয় অভিনেতা। পায়েল হয়তো তার মাথায় কাঁঠাল ভেঙে আলোচনায় আসতে চাচ্ছেন।



তবে নেটিজেনদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পায়েল সংবাদমাধ্যমকে বলেন, ‘আলোচনায় আসতে এমনটা করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে। আমাকে প্রতি মাসে ২৯ মিলিয়ন মানুষ দেখে। নতুন করে আলোচনায় আসার কিছু নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি মিডিয়ায় কাজ করি, আমাকে নিয়েই আলোচনা হবে। এটাই স্বাভাবিক।’



পায়েল বলেন, ‘দেখুন আমি ওই অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বে ছিলাম। অতএব অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই দিকটা খেয়াল রাখা ছিল আমার পেশাগত দায়িত্ব। যদি ওই ভরা আসরে বিজয়ীদের নাম ঘোষণার মাত্র দশ মিনিট আগে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করতাম তাহলে বোঝেন কী অবস্থা হতো। সেকারণেই আমি চুপ ছিলাম। অনুষ্ঠানের পরদিন দুপুর পর্যন্তও কিছু বলিনি। তারপরও সাব্বির ভাই এ ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ করেননি। পরে দেখলাম ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বুলিং করছেন, নেতিবাচক মন্তব্য করছেন। এরপর যখন সংবাদমাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করে তখন আমি বিষয়টি নিয়ে মুখ খুলি। কেননা তিনি তো এভাবে পোশাক নিয়ে কটাক্ষ করতে পারেন না।’



উল্লেখ্য, সম্প্রতি ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ এর মঞ্চে এ ঘটনা ঘটে। সেখানে বিচারকের দায়িত্বে ছিলেন অভিনেতা মীর সাব্বির। উপস্থাপনা করেন ইসরাত পায়েল। অনুষ্ঠানের এক পর্যায়ে মীর সাব্বিরকে মঞ্চে ঢেকে নেন পায়েল। মীর সাব্বির-পায়েল পরস্পরের সঙ্গে রসিকতাও করেন।মীর সাব্বির মঞ্চ ছাড়ার সময় তাকে বরিশালের ভাষায় নাটকের জনপ্রিয় সংলাপ দিতে বলেন পায়েল। জবাবে সাব্বির বলেন, ‘আমি সংলাপ মুখস্ত রাখতে পারি না’। আবারও অনুরোধ করলে মীর সাব্বির বরিশালের ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতাড়ি তুমি এরকম উদলা গায়ে দাড়াই আছ কিল্লাইগা’?



বরিশালের ভাষায় মীর সাব্বিরের কথা শুনে হেসে দেন পায়েল। দর্শকসারিতে থাকা অনেকে তখন হাততালি দিচ্ছিলেন। মীর সাব্বিরের হাত থেকে মাইক্রোফোন নিয়ে পায়েল হাসতে হাসতে বলেন, ‘ওহ মাই গড। থ্যাংক কিউ সো মাচ’।
অনুষ্ঠানের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।


