আসন্ন প্রবাসী কল্যান ব্যাংক পরীক্ষার প্রস্তুতি নিবেন যেভাবে
প্রকাশিত : 03:34 PM. 18 September 2021

প্রবাসী কল্যান ব্যাংক , অফিসার (ক্যাশ) প্রস্তুতিঃ
এই সময়ে এসে কোন বই পড়বেন কোন বই পড়বেন না এসব দেখার সময় নাই। যা প্রিপারেশন নিয়েছেন তা দিয়েই নিচের গুলো এই স্বল্প সময়ে কাভার করেন।
CTI এর সকল প্রশ্ন পড়ুন। বিসিএস এর (১০-৪২) বাংলা ইংরেজি অংশ মুগস্থ করে ফেলুন।ইংরেজি অংশের ক্ষেত্রে লিটারেচারের বিসিএস প্রিভিয়াস প্রশ্ন দেখবেন। আর গুরুত্বপূর্ণ রাইটারের উক্তি CTI এর পিডিএফ এ দেয়া আছে ।
সেগুলো পরে নিবেন। বাংলার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ অংশ গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিবেন। CTI এর পিডিএফ এ সব দেয়া আছে। বিসিএস এর (১০-৪২) শুধু সাধারন জ্ঞান এক পলক দেখে রাখুন। ২০ বছরের বাংলাদেশ ব্যাংক এর প্রশ্নগুলো দেখুন। রবিবার/সোমবার যেকোন সময় গ্রুপে আপলোড দিয়ে দিব।সামাজিক অনুষদের নেয়া সকল প্রশ্ন পরে নিন গ্রুপে পিডিএফ দেয়া আছে।
গনিতের জন্য এই স্বল্প সময়ে GMAT এর ২৩০ টা গনিত প্রশ্ন এর সাথে বেসিক ৮/৯/১০ এর গনিত ও উচ্চতর গনিত এর বইগুলো দেখুন। ফরমুলাগুলো আয়েত্তে রাখার চেষ্টা করুন। অবশ্যই ২০ বছরের বাংলাদেশ ব্যাংক এর প্রশ্ন দেখুন। সাথে কলা অনুষদের গনিত অংশ দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ও ঘ ইউনিটের বাংলা, ইংরেজি ও সাধারন জ্ঞানের অংশ দেখুন। এর সাথে গ ইউনিটের বেসিক হিসাববিজ্ঞান বা ব্যাংকিং টার্ম গুলো দেখে নিন।
গ্রুপে পিডিএফ দেয়া আছে।এছাড়াও আমি ২০ বছরের ব্যাংকিং ও হিসাববিজ্ঞান টার্ম নিয়ে যা যা প্রশ্ন এসেছে সকল প্রশ্নের একটা পিডিএফ দেব। সাধারন জ্ঞানের জন্য অর্থনৈতিক সমীক্ষা , পরিসংখ্যান ব্যুরো রিপোট, বাজেট, করোনা ডাটা, ভেক্সিন ডাটা , পদ্মা সেতু, মেট্রোরেল সহ সকল সরকারের বড় প্রজেক্ট এর ডাটা, এর সাথে বিভিন্ন সমীক্ষায় বাংলাদেশের অবস্থান দেখবেন।
এর সাথে ২/৩ মাসের প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন।আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সংস্থা, অর্থনৈতিক গ্রুপ ভালভাবে দেখবেন।আফগানিস্থানের সকল খুটিনাটি বিষয় দেখবেন। এর সাথে সম্ভব হলে আলালস এর রিসেন্ট জিকে দেখুন। এর পরেও যদি সময় পেয়ে থাকেন তবে বিজনেস ফ্যাকাল্টি ও MIS এর প্রিভিয়াস প্রশ্ন দেখে রাখুন। আরও সময় পেলে AUST এর শুধুমাত্র বাংলা ও ইংরেজি অংশ দেখবেন।
কম্পিউটার বেসিক আর প্রিভিয়াস প্রশ্ন দেখে নিন। সম্ভব হলে আমি পিডিএফ দেব।
প্রতিটি পয়েন্টের কাজ একদিন করে করে দেখুন।
সব কিছু মিলে প্রবাসী কল্যান ব্যাংক , অফিসার (ক্যাশ) প্রিপারেশনের জন্য একটা মডেল টেস্ট মঙ্গলবার বা বুধবার গ্রহন করা হবে। সবাই এতে অংশ গ্রহন করতে পারবেন। ভাল থাকবেন। ভাল কাজে সবাইকে উৎসাহ দিবেন।