কাঠলিচু চাষে সফল আশরাফ, বছরে আয় ৭ লাখ টাকা

কাঠলিচু চাষ করে সফল হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চাষি আশরাফ মোল্লাহ। শখের বশে ২ বিঘা জমিতে কাঠলিচুর বাগান করে বছরে ৫ থেকে ৭ লাখ টাকা আয় করছেন তিনি। আশানুরূপ ফলন ও দাম পাওয়ায় কাঠলিচু চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।
জানা যায়, শখের বশে তিনি ২ বিঘা জমিতে কাঠলিচুর বাগান করেছিলেন আশরাফ মোল্লা। চলতি মৌসুমে এপ্রিল মাসের দিকে প্রতিটি গাছে ফল এসেছে। তাছাড়া বর্তমান প্রতি কেজি কাঠলিচু পাইকারি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। আর খুচরা বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকায়। একটি গাছ থেকে ২ থেকে ৩ মণ ফল সংগ্রহ করা যাচ্ছে।