ছবির ধাঁধা: ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বিড়াল, রইলো ৯ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

বেকার জীবনবেকার জীবন
  প্রকাশিত হয়েছেঃ  08:01 PM, 06 February 2023

অপটিক্যাল বিভ্রম কিংবা ধাঁধা খুবই আকর্ষণীয় ও সময় কাটানোর জন্য বর্তমানে সেরা বিকল্প এখন। তাই নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ধরণের খেলা গুলি। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে বিভিন্ন অংক কিংবা চোখের সামনেই লুকানো ধাঁধার প্রশ্ন গুলির। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে একটি ছবির মাধ্যমে লুকানো দুর্দান্ত ধাঁধা। যা সামনে আসতেই সকলে মিলে কার্যত এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিযোগিতায় নেমে পরেছে।

ছবিতে দেখা যাচ্ছে একটি মহিলা বাড়ির কাজ করছেন। একটি ঘরের মধ্যে তার উপস্থিতি সেটার প্রমাণ দেয়।। তবে শুধু তিনি নেই সেই ঘরে সেখানে লুকিয়ে আছে একটি বিড়াল। হ্যাঁ মজাদার ব্যাপার সেখানে লুকিয়ে আছে একটি বিড়াল। বুঝতে পারছেন সেটা কোথায় আছে? চিন্তা করবেন না অবশ্যই আপনাকে উত্তর দেবো তবে আপনারা উত্তর দেওয়ার জন্য আগে কয়েক সেকেন্ড সময় পাবেন।

আসলে এই ধরণের প্রশ্নের উত্তরের মাধ্যমে মাথার বুদ্ধি ও দৃষ্টি শক্তি আরও গাঢ় হয়। তাহলে চলুন এবার আপনাদের এই প্রশ্নের উত্তর বলে দেওয়া যাক। আগে ফটোটি ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। মহিলাটির বাঁদিকের হাতটি লক্ষ্য করুন। মুখ ও তার হাতের ঝাঁটার মধ্যে লুকিয়ে আছে সেই বিড়ালটি।

আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো। দুর্দান্ত এই ফটোটি দেখে কিন্তু অনেকেই বুঝতে পারেননি। আবার অনেকেই খুব তাড়াতাড়ি এর উত্তর দিয়েছেন খুব সহজেই। কেমন লাগলো আপনাদের এই অপটিক্যাল ইলিউশানের ফটোটি। নিচে কমেন্ট করে অবশ্যই জানান তাহলে এমনই আরও দুর্দান্ত প্রশ্ন নিয়ে হাজির হবো আপনাদের জন্য

আপনার মতামত লিখুন :