জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস চান্স পেলেন যুক্তরাষ্ট্রের এমআইটিতে
প্রকাশিত : 05:46 PM. 16 March 2023

যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)’ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস উল হক। তিনি চাঁদপুর সরকারি কলেজের ছাত্র। কলেজের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাফিসের সঙ্গে এ ব্যাপারে কোন যোগাযোগ করা যায়নি।
এ ব্যাপারে চাঁদপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ দাশ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি বিষয়টি অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছেন। নিজেও গণমাধ্যমে নাফিসের চান্স পাওয়ার কথা শুনেছে। বিকেলে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত জানাবেন। নাফিস অনেক মেধাবী বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযেগ মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক মাশরুফ হোসেন তার আইডিতে খবরটি প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পরে।
তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, ‘চাঁদপুর সরকারী কলেজ থেকে এমআইটি! ইয়া আল্লাহ! করছে কি এই ছেলে। আল্লাহ নাফিস উল হকের সম্মান আরো বাড়িয়ে দিক, আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রত্নগুলা এভাবেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক।’
তিনি আরও লেখেন, ‘আমি একমত, বিসিএস বা এ্যাডমিশন টেস্টে প্রথম হলে যে মাতামাতি হয়, এরকম একটা রত্নকে নিয়ে তার ১% ও হয় না। ওর জন্য শুভকামনা, বাংলাদেশ থেকে এরকম হাজার হাজার ছেলেমেয়ে বেরিয়ে আসুক। কেউ ওর কোনো যোগাযোগের ঠিকানা/আইডি/ফোন নম্বর পেলে জানাবেন। কল করে অভিনন্দন জানাবো।’