ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান।
ইউনিটঃ খ
বিষয়ঃ সাধারণ জ্ঞান
১. বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হলো- ভাষা ও সংস্কৃতি।
২. বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে– ধান, পাট,শাপলা।
৩. বাংলাদেশ সংবিধানের নারী সদস্য- ইউ.এ.বি. রাজিয়া আক্তার বানু।
৪.গ্রিনল্যান্ড যে দেশের অংশ– ডেনমার্ক।
৫. রিফিউজি সমস্যাটি যে সংস্থার সাথে বেশি সম্পর্কিত– UNHCR
৬.জলবায়ুর উপাদান নয়– সমুদ্রস্রোত।
৭.SDG এর পূর্ণরূপ হলো– Sustainable Development Goal.
৮.হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়– সেলুলার ফোন।
৯.মুদ্রাস্ফীতির একটি বড় কারন হলো– মুদ্রার যোগান বৃদ্ধি।
১০. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘চিত্রা নদীর পাড়ে’ পরিচালনা করেন– তানভীর মোকাম্মেল।
১১.বাঙালি জাতির মুক্তির সনদ– ছয় দফা।
১২.নীল অর্থনীতি মূলত যার সঙ্গে জড়িত– সমুদ্র।
১৩. বাংলাদেশর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ– ২০১৬-২০২০।
১৪.বালাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না– তঞ্চঙ্গ্যা।
১৫.কী বোর্ডের ফাংশনাল কী এর সংখ্য হলো–১২ টি।
১৬.সুশাসন ধারণাটির সর্বপ্রথম প্রবর্তন করেন– বিশ্বব্যাংক।
১৭.জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের—–পার্থক্য—-লৈঙ্গিক
১৮.বৃটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদালয়ে—–অক্সফোর্ড।
১৯.জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে অাড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, যে অান্দোলনের স্লোগান—- বুদ্ধির মুক্তি অান্দোলন।
২০.২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে ‘প্লেয়ার অব দ্যা টুর্ণামেন্ট’ নির্বাচিত হন— কেন ইউলিয়ামসন।
২১.রাষ্ট্রর সর্বোচ্চ অাইন– সাংবিধানিক অাইন।
২২. ঐতিহাসিক কারবালা অবস্থিত—ইরাক।
২৩.জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর মানব উন্নয়ন সূচকে বিশ্বে শীর্ষ দেশ অধিকারী দেশ—নরওয়ে।
২৪.মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত– সোহরাওয়ার্দী উদ্যানে।
২৫.ই-৮ অন্তর্ভুক্ত অাটটি দেশের সাধারণ বৈশিষ্ট্য—পরিবেশ দূষণকারী দেশ।
২৬.বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ অান্দোলন— ফকির সন্নাসী বিদ্রোহ।
২৭.২০১৮ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন নাদিয়া মুরাদ এবং—- ডেনিস মুকওয়েগি।
২৮.বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন–১০৯।