দশম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের ১০ লাখ টাকা লোন দিচ্ছেন মমতা

নির্বাচনে জয়ের মাত্র কিছুদিনের মাথায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোলকাতার শিক্ষার্থীদের পড়ালেখার জন্য ১০ লাখ টাকা করে লোন দিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা জানান, ক্যাবিনেটে শিক্ষাঋন অনুমোদন পেয়েছে। এখন থেকে লেখাপড়ার জন্য সন্তানের বাবা-মাকে আর ঘরবাড়ি বিক্রি করতে হবে না। কোলকাতা সরকার ক্রেডিটের মাধ্যমে শিক্ষার্থীদের ১০ লাখ টাকা লোন দেবে। এর গ্যারান্টার আমরা নিজেরাই।

তিনি বলেন, আমাদের এই লোন দশম শ্রেণির শিক্ষার্থীরাও নিতে পারবেন। আমাদের দশম শ্রেণিতে ১০ লাখ শিক্ষার্থী আছে। দ্বাদশে আছে সাড়ে ৯ লাখ। দশম থেকে শুরু স্নাতক-স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এই লোন সুবিধা পাবেন। আর ঋন পরিশোধের জন্য পড়ালেখা শেষ হওয়ার পরবর্তী ১৫ বছর সময় পাবেন তারা।
