নতুন ছবিতে শুভ, দেড় বছর গবেষণা করে চিত্রনাট্য তৈরি

বছরের শেষটা একের পর এক চমক জাগানিয়া খবর দিচ্ছেন ঢালিউড সুপারস্টার আরিফিন শুভ। সম্প্রতি এলো তার মিশন এক্সট্রিম ছবির দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’ এর মুক্তির দিনক্ষণের ঘোষণা। তার আগে আসে মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করার খবর।
শুক্রবার দিলেন নতুন ছবির ঘোষণা। নাম চূড়ান্ত না হলেও নতুন এই ছবির প্রেক্ষাপট ১৯৭১। পরিচালনা করবেন অনম বিশ্বাস। পরিচালকের দ্বিতীয় ছবি এটি। এর আগে ‘দেবী’ পরিচালনা করে বেশ সুনাম কুড়িয়েছেন এই নির্মাতা।
এই পরিচালকের কাজের ভক্ত বলে জানিয়েছেন শুভ। মূলত তার কাজের প্রতি ভালোলাগা থেকেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হোন। নায়কের ভাষ্য, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’
ছবিটির প্রেক্ষাপট যেহেতু ১৯৭১ সাল। তাই ছবিটির চিত্রনাট্য নিয়ে বিস্তর গবেষনা করতে হয়েছে পরিচালককে। প্রায় দেড় বছর গবেষণা করে পরিচালক এর চিত্রনাট্য করেছেন বলে জানিয়েছেন।