বরই চাষে হোসেনের বাজিমাত, প্রথমবারই দুই লাখ টাকা লাভ

তিন বছর আগে দেশের উত্তরাঞ্চলে ঘুরতে যান মো. হোসেন। সেখানের বরই চাষ দেখে আকৃষ্ট হন তিনি। এরপর ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউপির পূর্ব চরউমেদ গ্রামে ফিরেই ২০২০ সালে ১০০ শতাংশ জমিতে নিজেই তৈরি করেন বরইয়ের বাগান।