বিচ্ছেদ হলেও আম’রা বন্ধু ছিলাম, আছি, থাকব: মাহি

বেকার জীবনবেকার জীবন
  প্রকাশিত হয়েছেঃ  05:12 AM, 26 May 2021

বাংলা সিনেমা’র জনপ্রিয় মুখ মাহি। ভিন্নধ’র্মী অ’ভিনয় করে আলোচনায় এসেছেন বহুবার। ফের খবরের শিরোনাম হলেন এই বিউটি কুইন।

নতুন খবর হচ্ছে, মাহির সঙ্গে স্বামী অ’পুর স’ম্প’র্ক এখনো টিকে আছে? এমন প্রশ্ন নেটিজেনদের কাছে ছিল বহু আগে থেকেই। এবার যেন জবাবটা স্পষ্টই পাওয়া গেল।

রবিবার দিনগত রাত ১২টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আলাদা পথে হাঁটার কথা জানিয়েছেন। লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

এদিকে, মাহির স্বামী বলেন, বিচ্ছেদ ঠেকাতেই আমি আর মাহি চেষ্টা কম করিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। বিচ্ছেদ আমাদের নিতেই হচ্ছে।

আমাদের দুই পরিবার মিলেই এমন সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সংসার আর টিকছেনা এটা সত্যি। তবে বিচ্ছেদ হলেও আম’রা বন্ধু ছিলাম, আছি, থাকব।’

আপনার মতামত লিখুন :