রাশিয়ায় বিশাল তেলের খনি আবিষ্কার

বেকার জীবনবেকার জীবন
  প্রকাশিত হয়েছেঃ  02:28 PM, 07 July 2022

গোটা বিশ্বে যখন চলছে জ্বালানি তেলের সংকট, তখন রাশিয়ার প্রধান জ্বালানি কোম্পানি রোজনেফত আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে নতুন একটি তেলের খনি আবিষ্কারের কথা জানিয়েছে। এ খনিতে প্রায় ৮২ মিলিয়ন টন তেল মজুদ রয়েছে। সম্প্রতি রাশিয়ায় আবিষ্কৃত সবচেয়ে বড় তেলের খনি এটি।

রোজনেফত এক বিবৃতিতে জানিয়েছে, পেচোরা সাগরের মেদিনস্কো-ভারান্দেস্কি এলাকায় এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে যে, সেখানে প্রতিদিন সর্বোচ্চ ২২০ ঘনমিটার প্রবাহ রয়েছে।

রোজনেফত জানিয়েছে, এই খনির তেলের মান খুবই উন্নত, এটি হালকা, সালফারের পরিমাণ খুবই কম এবং ঘনত্বও কম। নতুন এই খনি ঐ অঞ্চলে আরও তেল অনুসন্ধানের সুযোগ সৃষ্টি করেছে। সূত্র: অয়েল প্রাইজ ডটকম

আপনার মতামত লিখুন :