সরকারের সাফল্যঃ সরকারি চাকরির কমন ভাইভা প্রশ্ন

বর্তমান সময়ে কোথাও ভাইভা দিতে গেলেই আপনাকে জিজ্ঞেস করতে পারে “বর্তমান সরকারের কয়েকটা সফলতা বলুন।” সরকারি চাকরির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইভা জিজ্ঞাসা। মূলত এই প্রশ্নের সঠিক উত্তর বলার উপরও অনেকাংশে আপনার হাতে এপয়েন্টমেন্ট লেটারটা আসবে কি-না নির্ধারণ হতে পারে। বিচক্ষনরা ঈশারায় বুঝে, বোকারা অযথা না বুঝে তর্ক করে। এর আগেও এমন কিছু কৌশলী প্রশ্নের উত্তর দিয়েছিলাম, যা আপনার ক্যারিয়ারে কাজে লাগবে। Bangladesh Career Club এর আয়োজনে জেনে নিন এমন আরেকটা ট্রিকি কোয়েশ্চান। ★ বর্তমান সরকারের সাফল্যঃ ১।যুদ্ধাপরাধীদের
বিচার ও রায় কার্যকর করতে সক্ষম হওয়া ২। যেখানে ইউরোপ আমেরিকার দেশগুলো জঙ্গীবাদ , সন্ত্রাসবাদ দমনে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ বিশ্বে মডেলে পরিণত হয়েছে ৩।ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয়, ৪।ভারতের সাথে ছিটমহল সমস্যা সমাধান ৫।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ৬। নিজস্ব তহবিলে পদ্মাসেতু নির্মাণ ৭।মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া (প্রবৃদ্ধির হার দীর্ঘ সময় ধরে ৬.৫% এর উপর ধরে রাখা, মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলারে উন্নীতকরণ, ) ৯। সামাজিক উন্নয়ন সূচকে ১৩৯ তম হওয়া।দারিদ্র্যের হার ২৩.২ % নেমে আনা, শিশু ও মাতৃমৃত্যুহারহার কমানো, গড় আয়ুষ্কাল
৭১ বছর ও স্বাক্ষরতার হার ৭২% এবং প্রাথমিকে প্রায় শতভাগ ইনরোলমেন্ট, নারীর ক্ষমতায়নে ) ১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ছাড়িয়ে যাওয়া ১১।উন্নয়নের মহাসড়কে তথা হাজার হাজার কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন( ১২।ব্যাপক পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরতে সক্ষম ১৩.৮০টির অধিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ১৪।সাবমেরিন জাহাজ ক্রয়ের মাধ্যমে সামরিক শক্তির বৃদ্ধি, ১৫।রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হওয়া ও ৮ লাখ রোহিঙ্গ কে আশ্রয়দান ১৬।দেশে ভয়াবহ বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ কারণে চালের কেজি ৫০ টাকা হলেও এখন আর কেউ অভুক্ত থাকে না । হত দরিদ্রদের কাছে ১০ টাকা কেজি চাল বিক্রয় ১৭। দেশের ৭৬% শতাংশ জনসংখ্যা বিদ্যুৎ সুবিধা পায়। ১৮। উন্নয়নশীল দেশে পরিণত হওয়া।