সাঁটলিপি ও মুদ্রাক্ষর গতি পরীক্ষায় ৬১ প্রার্থীর কেউ পাশ করেনি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদের সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় অংশ নেয়া ৬১ প্রার্থীর কেউ কৃতকার্য হয়নি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উদ্যোগে ৫ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ ডিসেম্বর) পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জন প্রার্থীর সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষা গত ৫ ডিসেম্বর তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হয়। সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় অংশগ্রহণকারী ৬১ জন প্রার্থীর মধ্যে কোনাে প্রার্থী কৃতকার্য হয়নি।
প্রকাশিত ফলাফলে কোন ত্রুটির কারণে সংশােধনের প্রয়োজন হলে কমিশন তা সংশােধনের অধিকার সংরক্ষণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।





