সোনালী-জনতা ও রূপালী ব্যাংকের এমসিকিউ পরীক্ষা ২৫ অক্টোবর

বেকার জীবনবেকার জীবন
  প্রকাশিত হয়েছেঃ  11:04 AM, 16 October 2021

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ২৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে। রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ ও লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।বিজ্ঞাপন

পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে। পরীক্ষার দিন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :