IBA এর নেওয়া বিগত সকল পরীক্ষার প্রশ্নের সমাধান দেখুন এখানে।

Recent IBA Exam List And Question Solution is available below. Exam Taken By IBA, IBA Exam List And Question Solution, Recent IBA Exam Question Solution, IBA Exam List And Question Solution, Recent Institute of Business Administration (IBA) Exam Question Solution are the search option to get Recent IBA Exam List And Question Solution. Institute of Business Administration (IBA) has taken some exam recently. Institute of Business Administration (IBA) is one of the largest Government Institute in Bangladesh. All information regarding the Institute of Business Administration (IBA) are given on our website.
We publish different educational post in our website. Exam question solution is one of the most important concern of our website. So choose your desired job circular and apply specific job to build up your career. When we get Admit card and Result link or news then we give download link of Admit and Result as you can easily download through our website.
Recent IBA Exam List:
1. Mercantile Bank MTO-2014, 2015, 2016, 2018
2. Bangladesh Water Development Board (BWDB)-2018
3. City Bank MTO-2018
4. Bangladesh Shipping Corporation (BSC) -2018
5. GTCL-2018, 2016
6. Titas Gas Transmission and Distribution Company Limited-2018
7. Bangladesh Bureau of Statistics (BBS)-2016
8. Petrobangla-2016, 2018
9. Standard Bank MTO-2016
10. Jiban Bima Corporation (JBC) Assistant manager-2016
11. UCBL-2014, 2015, 2016, 2017
12. BADC (AAO, Store Keeper, Cashier)-2017
13. Department of Secondary and Higher Education (MAUSHI)-2016, 2017
14. Anti-Corruption Commission (ACC)-2017
15. PKSF Assistant Manager -2017
16. Bangladesh Tourism Board-2017
17. BAPEX AD-2017
18. Islami Bank Bangladesh Ltd. (IBBL)- PO And Field Officer-2017 And 2016
19. Exim Bank Ltd. TO, MTO-2013, 2014, 2015, 2016, 2017
20. First Security Islami Bank Limited (FSIBL)-2014, 2015, 2016
21. Dutch-Bangla Bank Limited (DBBL) PO-2014, 2015, 2016. 2017
22. Dhaka Bank Limited Cash, TO, MTO-2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017
23. Mutual Trust Bank Limited (MTB)-2014, 2015, 2016, 2017
24. BKB Cash, Senior Officer- 2015
25. Department of Agricultural Extension (DAE)-2017
26. Controller General Defence Finance (CGDF)-2017
27. Chittagong Port Authority (CPA)- Lower division Assistant-2017
28. BAPTC Various Post-2019
29. BWDB Various Post-2019
Bangladesh Water Development Board (BWDB) Exam Question Solution 2019
Exam taker: IBA
ইংরেজী অংশ সমাধানঃ
Fill in the gap with appropriate word or phrase:
১. The economic offences wing of the police force is continuing its search for the _ directors of Home Trade. Ans: Absconding
২. Trends are _: by the time you’ve identified something. it’s gone, or changed out of all recognition. Ans: Ephemeral
৩. Years later, the two women meet at their college and find that they have a natural _ for one another. Ans: Affinity
৪. You must _ on your actions and make sure that you are doing the right thing. Ans: reflect
৫. You should always choose a career that _ your interest. Ans: peaks
Find the odd word from the following list..
06. A. Obstinate B. Headstrong C. Mutinous D. Obdurate E. None Ans: mutinous
07. A. Perceptive B. Insightful C. Discerning D. Cunning E. None Ans: Discerning
08. A. Willful B. Intentional C. Obvious D. Calculated E. None Ans: Obvious
09. A. Validate B. Ratify C. Certify D. Corroborate E. None Ans: None
10. A. Consolidate B. Merge C. Disperse D. Amass E. None Ans: Disperse
In each of the following sentences, identify the missing word from the given choices. If no word is missing, choose option E. ( Questions 11 to 15 )
১১. Nabid has asked me to convey his heartfelt thanks to all those who stood and supported him. Ans: by
১২. The wood abounds wildlife, including badgers, foxes, shrews, butterflies and an array of birds. Ans: with
১৩. Now however, she has grown weary the media, which she knows will make capital out of her marital split. Ans: of
১৪. In order to make a creature that even vaguely resembles the comic book version, special effects are obviously necessary. Ans: None
১৫. The explosion of global trade in the postwar era attributed to lowering tariffs and other trade barriers. Ans: None
Identify the incorrect segment of each sentence. (Questions 16 to 20)
১৬. How long (A) does it take to (B) get the station (C) on foot (D) from your house? (E) No error Ans: No error
১৭. I was (A) so angry that I (B) took the (C) watch broken (D) to the jewelers to (E) get my money back. Ans: Watch broken
১৮. (A) Financial problems beset (B) many of the (C) early museums in the US, causing (D) its closure. (E) No error Ans: many of
১৯. (A) Manufacturers of consumer (B) goods often (C) change the style of (D) them products. (E) No error Ans: them
২০. I (A) used to be keen (B) of all (C) scientific subjects but now (D) I would prefer to (E) study art Ans: of
বাংলা অংশ সমাধানঃ
২১. নিচের কোন বানানটি শুদ্ধ-উত্তরঃ স্বাতন্ত্র
২২. গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তরঃ আধুনিক যুগ
২৩. হোমার কোন দেশের কবি? উত্তরঃ গ্রিস
২৪. তিমির হননের কবি কার উপাধি? উত্তরঃ জীবনানন্দ দাশ
২৫.‘মর্সিয়া’ শব্দের অর্থ কি—উত্তরঃ শোক
২৬. নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য ণ হয়—উত্তরঃ শাণিত
২৭.‘প্রৌঢ়’শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি—উত্তরঃ প্র+ঊড়
২৮. নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ—উত্তরঃ গীতিকা
২৯. ‘এর জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে‘ তরে’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে—উত্তরঃ মত অর্থে
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে উৎসর্গ করেন—উত্তরঃ কালের যাত্রা
৩১.‘ ফিকা নীল’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি—উত্তরঃ ঈষৎ নীল
৩২. ‘এ পেন্সিলে ভালো লেখা হয়।’ এ বাক্যে ‘ পেন্সিলে’ কোন কারকে কোন বিভক্তি—উত্তরঃ করণে ৭মী
৩৩.‘ অন্ধি সন্ধি‘ বাগধারাটির অর্থ কি—উত্তরঃ গোপন তথ্য
৩৪.‘ Basin’ পরিভাষাটি এর বাংলা প্রতিশব্দ কি—-উত্তরঃ অববাহিকা
৩৫. ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় প্রকাশ কি হবে—উত্তরঃ অনুচ্চার্য
৩৬.‘ সমক্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি—উত্তরঃ পরোক্ষ
৩৭.‘ বেগম’’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে—উত্তরঃ ফারসি
৩৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ— উত্তরঃ তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
৩৯.‘ দন্ডকারণ্য’ নাটকের রচয়িতা কে— উত্তরঃ মুনীর চৌধুরী
৪০. ‘ছোট ছোট জমি বিক্রি করে দাও’ এ বাক্যে ‘ছোট ছোট’ দ্বিরুক্ত শব্দ কি অর্থ প্রকাশ করে–উত্তরঃ সামান্যতা
গণিত অংশ সমাধানঃ
৪১. একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্রফল ১৯২ বর্গ ইঞ্চি এবং এর পরিসীমা ২৮ ইঞ্চি। এর প্রস্থ অপেক্ষা শতকরা কত কম। উত্তরঃ কোনটিও নয়
৪২.একটি বাক্সের দুই-তৃতীয়াংশ শার্ট পরীক্ষা করার পর ৪ টি ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬ টি ত্রুটিমুক্ত পাওয়া গেল। ৮৫% শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্ট এর মধ্যে কতটি ত্রুটিমুক্ত স্বাদ পেতে হবে? উত্তরঃ ৫১
৪৩.পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ঃ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর—উত্তরঃ ৬
৪৪. একজন ব্যবসায়ী চেয়ার ও টেবিল’ প্রস্তুত করে। প্রতিটি শেয়ারের মূল্য ২০০০০০ টাকা এবং প্রতিটি টেবিল এর বিক্রয় মূল্য ২৭৫০ টাকা। গত মাসে সে যে পরিমাণ চেয়ার বিক্রি করে তার দ্বিগুণ পরিমাণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য কত?—উত্তরঃ ২৫০০ টাকা
৪৫.কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চার গুণ কে ১১ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?—উত্তরঃ ১
৪৬. একটি বিদ্যালয়ের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক ছাত্র একটি করে ছবি আকল। সবার আকাশে দেখা গেল যে ১/৪ অংশ ফলের ছবি,২/৫ অংশ পাখির ছবি এবং বাকি ৮৬ গাছের ছবি আঁকা হয়েছে। ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত?-উত্তরঃ ৩৬০
৪৭. দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?- উত্তরঃ ৯ ঘণ্টা
৪৮. একটি ধারার ১ম সংখ্যাটি ৩,২য় সংখ্যাটি ৯। ৩য় সংখ্যা থেকে শুরু করে বাকি সংখ্যা গুলো পুরো 32 সবগুলো সংখ্যার গড়। ধারার ১১ তম সংখ্যাটি কত?- উত্তরঃ ৬
৪৯. বাশির তার সঞ্চয় এর এক-পঞ্চমাংশ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের এক-তৃতীয়াংশ কোন দিয়ে একটি গাড়ি কিনে। বাড়ির জন্য সে তার মোট অঞ্চলের কত অংশ খরচ করল?- উত্তরঃ ৩/৫
৫০.একটি ক্লাবে ১৭৮৯ টাকা চাঁদা তোলা হলো। যদি প্রতি সদস্য কমপক্ষে ৩০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ক্লাবের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?- উত্তরঃ ৫৯
৫১. একটি চাকা ঘন্টায় ১৪০০ বার ঘোরে। ‘X’ সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে ? উত্তরঃ 7x/18 বার
৫২.জুয়েল ১২ মিনিট ৪৫ সেকেন্ড 1 মাইল পথ অতিক্রম করে। কোয়েল একই পথ ১০ মিনিট১২ সেকেন্ডে অতিক্রম করে। কোয়েলের গতিবেগ অর্জন করতে চাইলে জুয়েলকে তার গতিবেগ কত টুকু বাড়াতে হবে?—উত্তরঃ ২০%
৫৩. যদি‘ ক’ এবং‘ খ’ 2 টি পূর্ণ সংখ্যা হয় এবং৫ক+৩খ =১৭ হয়, তাহলে নিচের কোনটি‘ খ’ এর মান হতে পারে?—উত্তরঃ ৪
৫৪. জাইন একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৭ দিনে শেষ করে। কাজটির ৩/৭ অংশ শেষ করতে হামিদের এক আর কতদিন লাগবে?- উত্তরঃ ৯
৫৫. একজন টিভি বিক্রয় কর্মীর প্রতিটি জিবিবিপিওয়ার জন্য ৩৬০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ৩% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয় কর্মীর জন্য বিক্রয় মূল্যের ওপর ৬% আরে কমিশন পায়। টিভি বিক্রয় মূল্য কত হলে দুজনের কমিশন সমান হবে?- উত্তরঃ ১২০০০
৫৬. একটি টিভির মূল্য বছরের শুরুতে যা থাকে বছরের শেষে মোর আসবে তার তিন-চতুর্থাংশ হয়। টিভির মূল্য তিন বছর শেষে ৬৭৫০ টাকা হলে প্রথম বছরের শুরুতে এর মূল্য কত ছিল?- উত্তরঃ ১৬০০০
সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশ সমাধানঃ
৫৭. বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়—ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৫৮. বাংলার প্রাচীনতম শিলালিপি‘ ব্রাহ্মী লিপি’ কোথায় পাওয়া গেছে—মহাস্থান গড়ে
৫৯. ঐতিহাসিক‘ সোনাবিবির মাজার’ কোথায় অবস্থিত—সোনারগাঁও
৬০. পালা গান মূলত কোন অঞ্চলের গান—নেত্রকোনা
৬১. বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত—চট্টগ্রাম
৬২. ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল—পর্তুগাল
৬৩. ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি—আলবেনিয়া
৬৪. শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশ থেকে—ইংল্যান্ডে
৬৫. নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে—রেডক্রস
৬৬. নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগর কে যুক্ত করেছে— জিব্রাল্টার
৬৭ .বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন—উথান্ট
৬৮. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত—কক্সবাজার
৬৯. বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি—হরিপুর
৭০. নিচের কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক 2019 পেয়েছে—বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
৭১. বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো—১৯ টি
৭২. বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে—নিয়াজ মোরশেদ
৭৩. MS Excel এ =Sum (C12:C19)লেখা হলো। এখানে Sum কী—Summation
৭৪. ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে—৩ ভাগে
৭৫. তিতাস কোন নদীর উপনদী—মেঘনা
৭৬. বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোথায় স্থাপিত হয়—-চট্টগ্রাম
৭৭. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি— মাইক্রো কম্পিউটার
৭৮. কম্পিউটারের হার্ডডিক্স কি ধরনের মেমোরি–সহায়ক মেমোরি
৭৯. MS Word এ ডকুমেন্ট এর File, Edit, View ইত্যাদি সব বিশিষ্ট লাইনটিকে বলা হয়? মেনু বার
৮০. কম্পিউটারে প্রিন্ট স্ক্রীন করা হয় কী-বোর্ডের কোন কী দিয়ে? কোনটিও নয়
Bangladesh Public Administration Training Center (BPATC)
Exam taker: IBA
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১. ঐতিহাসিক ২১ দফার প্রথম দফা কি ছিল? উত্তরঃ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে করা
২. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন গানবোটের Engine Room Artificer নিযুক্ত ছিলেন? উত্তরঃ পলাশ
৩. বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য শেখ মুজিবুর রহমান ৩৫ টি বিধি জারি করেন কবে- উত্তরঃ ৭ মার্চ ১৯৭১
৪. মুজিবনগরের নতুন সরকারের ঘোষণাপত্র কে পাঠ করেন? উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
৫. কত সালে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়- উত্তরঃ ১৯৫৪ সালে ( ৯ মে ১৯৫৪)
৬. পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়- উত্তরঃ ১৯৭০ সালে ( ৭ ডিসেম্বর ১৯৭০)
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিচের কোন এলাকা প্রথম শত্রুমুক্ত হয়- উত্তরঃ কোনটিও নয় ( সঠিক যশোর- ৬ ডিসেম্বর ১৯৭১)
৮. তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন কোন সাহসী নারী- উত্তরঃ ইলা মিত্র
৯. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন- উত্তরঃ মুর্শিদকুলী খান
১০. কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বীরপ্রতীক খেতাব পান- উত্তরঃ আব্দুস সাত্তার
১১. ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে- উত্তরঃ এম. হোসেন আলী ( তিনি ১৯৭১ সালের ১৮ এপ্রিল নতুন রাষ্ট্র বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন)
১২. পাকিস্তানের Constituent Assembly এর ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে তুলেছিলেন? উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন।)
১৩. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়- উত্তরঃ ১৯৫০ সালে
১৪. সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ কবে গঠন করা হয়- উত্তরঃ কোনটিও নয় ( সঠিক উত্তরঃ ১৯৪৮ সালের ২ রা মার্চ ) যদি প্রশ্নে বলা হতো সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ কবে গঠন করা হয় তবে উত্তর হতো- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি।
১৫. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে- উত্তরঃ সুপ্রিমকোর্ট
১৬. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন- উত্তরঃ ৭ নং সেক্টর
বাংলা অংশ সমাধানঃ
১৭. বাংলা ভাষার সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে- উত্তরঃ সংস্কৃত
১৮. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়-উত্তরঃ রূপতত্ত্বে
১৯. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে- উত্তরঃ মহাপ্রাণ ধ্বনি
২০. অন্তঃস্থ বর্ণ কোনগুলো? উত্তরঃ য ও র
২১. ক্লাশ> কিলেশ, প্রীতি> পিরীেত, গ্লাস> গেলাস এগুলো কিসের উদাহরণ- উত্তরঃ মধ্য স্বরাগম
২২. কোন জাতীয় শব্দে ণ থাকলে তা অবিকৃত রাখতে হয়- উত্তরঃ তৎসম শব্দে
২৩. শ স ও ষ এই তিনটি মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই- উত্তরঃ ষ
২৪. নিচের কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত? উত্তরঃ হেডমিস্ত্রী
২৫. ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের অর্থ নিচের কোনটি সঠিক নয়? উত্তরঃ গণ্ডিবদ্ধ
২৬. আড় কোন শ্রেণীর উপসর্গ- উত্তরঃ খাঁটি বাংলা উপসর্গ
২৭. নিচের কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? উত্তরঃ পাকা পাকা আম
২৮. ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?এ বাক্যে ঘুমিয়ে ঘুমিয়ে কোন প্রকার দ্বিরুক্তি? উত্তরঃ ক্রিয়া-বিশেষণ
২৯. অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি? উত্তরঃ ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠল
৩০. নিচের কোনটি কৃৎ প্রত্যয় এর উদাহরণ- উত্তরঃ নাচ+ অন
৩১. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ- উত্তরঃ অহি অহিনকুল
৩২. নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ মেছো
ইংরেজী অংশ সমাধানঃ
Choose the correctly spelt word-
৩৩. Ans: Inoculation
৩৪. Ans: Mischievous
৩৫. Ans: Bureaucracy
৩৬. Ans: Hierarchy
Fill in the blanks with suitable words:
৩৭. The police didn’t want to — the investigation. Ans: prepone
৩৮. There is no glory in war considering the blood it—-. Ans: sheds
৩৯. Despite the company’s continuous effort. The new product’s sale trend did not pick up and reminded —. Ans: sluggish
৪০. Because of his illness, the doctor advised Sakib —-smoking. Ans: to refrain from
Choose the synonym:
৪১. Ans: Sporadic: occasional
৪২. Ans: Attrition: Decline
৪৩. Ans: Enigma: Puzzling
৪৪. Ans: Remorse: Repentance
Choose the missing word form below sentence:
৪৫. Ans: many
৪৬. Ans: to
৪৭. Ans: to
৪৮. Ans: no word is missing
কম্পিউটার অংশ সমাধানঃ
৪৯. একটি কম্পিউটার প্রোগ্রাম চালু করলে নিচের কোন ফাইলটি Run করে-উত্তরঃ এক্সিকিউটেবল ফাইল
৫০. বিজয় লে আউটে ত লেখার জন্য ইংরেজী কোন বর্ণ চাপতে হবে-উত্তরঃ K
৫১. নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার- উত্তরঃ কোনটিও নয়
৫২. বারকোড রিডার কোন ধরনের ডিভাইস- উত্তরঃ ইনপুট
৫৩. ওয়েব ভিত্তিক সহযোগী প্লাটফর্ম এমএস শেয়ার পয়েন্ট নিচের কোনটির সাথে সংহত হয়ে কাজ করে- উত্তরঃ কোনটিও নয় ( সঠিক মাইক্রোসফট অফিস )
৫৪. কম্পিউটারে তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে কোনটি বৃহত্তম- উত্তরঃ জেটাবাইট ( 1 Exabyte-1,024 Petabytes and 1 Zettabyte-1,024 Exabytes)
৫৫. মাইক্রোসফট এজ সফটওয়্যারটি কোন ধরণের সফটওয়্যার? উত্তরঃ ব্রাউজার
৫৬. নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (Hub) ব্যবহৃত হয়- উত্তরঃ A,B,C সবগুলিতে
৫৭. নিচের কোন ট্রান্সমিশন মিডিয়ামটিতে ইলেক্ট্রোম্যাগনেটিক নয়েজের সমস্যা নেই- উত্তরঃ ফাইবার অপটিক ক্যাবল
৫৮. একটি ইন্টারনেট মডেম কেনার সময় নিচের কোন বিষয়টি বিবেচনা করা উচিৎ- উত্তরঃ A,B,C সবগুলি
৫৯. এমএস ওয়ার্ডে হাইপার লিঙ্ক এর জন্য শর্টকাট হচ্ছে- উত্তরঃ Ctrl+k
৬০. নিচের কোন IEEE প্রটোকলটি ওয়ারলেস ল্যানের জন্য- উত্তরঃ 802.11
৬১. কোন বাসের মাধ্যমে মাইক্রো কম্পিউটারের যন্ত্রাংশগুলো মধ্যে ডাটা পরিবহন হয়- উত্তরঃ A,B,C সবগুলি
৬২. নিচের কোনটির ডাটা ট্রান্সমিশন সবচেয়ে বেশী- ক্যাশ মেমরী
৬৩. নিচের কোন ডিভাইসটি হতে শুধুমাত্র পড়া যায় কিন্তু লেখা যায় না- রম
৬৪. কম্পিউটার হার্ডডিক্সের রুট ডাইভ বলা হয় কোনটিকে? C ড্রাইভ
গণিত অংশ সমাধানঃ
৬৫. উত্তরঃ ৫১
৬৬. উত্তরঃ ৪৫৬২.৫০ টাকা
৬৭. উত্তরঃ ৪৫
৬৮. উত্তরঃ ৪৭.৫০%
৬৯. উত্তরঃ ৩০%
৭০. উত্তরঃ ৩/৭
৭১. উত্তরঃ কোনটিও নয়
৭২. উত্তরঃ ১৩২
৭৩. উত্তরঃ ৪৬৮
৭৪. উত্তরঃ ১৬
৭৫. উত্তরঃ ১৮ সেকেন্ড
৭৬. উত্তরঃ ৭ক/৩০
৭৭. উত্তরঃ ৬০%
৭৮. উত্তরঃ ৭ঃ১৩
৭৯. উত্তরঃ ১৫০%
৮০. উত্তরঃ ৫